আবদুল মালেক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার আহবান জানান তিনি।
শোককে শক্তিতে পরিণত করে জাতীয়বাদী দলকে অপ্রতিরোধ্য করারও আহবান জানিয়েছেন মির্জা ফখরুল।
এর আগে বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপন দেশ/এমবি
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































