Apan Desh | আপন দেশ

অসুস্থ মায়ের শয্যাপাশে দীর্ঘ মোনাজাত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫

অসুস্থ মায়ের শয্যাপাশে দীর্ঘ মোনাজাত তারেক রহমানের

তারেক রহমান ও বেগম খালেদা জিয়া: ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সন্তান তারেক রহমান দেশে ফেরার পর প্রতিদিন তাকে দেখতে যান। রোবববার (২৮ ডিসেম্বর) রাতেও গিয়েছিলেন তিনি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তাই অসুস্থ মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে দীর্ঘ মোনাজাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে মায়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।  

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরার পর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে 

অবস্থান করে মধ্যরাতে তিনি হাসপাতাল ছাড়েন। রোববার রাতেও মাকে দেখতে যান তারেক রহমান। রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে রাত ১২টা ৯ মিনিটে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে আসেন তারেক রহমান। সিসিইউর ভেতরে মায়ের কেবিনের সামনে প্রায় ২০ মিনিট একাই মোনাজাত করেন তিনি। এ সময় তার সঙ্গে ভেতরে কেউ প্রবেশ করেননি। সিসিইউ থেকে বেরিয়ে আরও ২০ থেকে ২৫ মিনিট চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলাপ করেন তিনি।

আরও পড়ুন<<>>ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

এ চিকিৎসক বলেন, বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। খালেদা জিয়ার বয়স হয়েছে। এ বয়সে পুরোনো সব অসুখ সামনে এসেছে। কিছু রোগের যথাসময়ে চিকিৎসা পাননি তিনি। বয়সের কারণে এখন সব জটিলতা থেকে সেরে ওঠা কঠিন হচ্ছে। এ ভালো তো এ খারাপ হচ্ছে শারীরিক অবস্থা। 

এক মাসের বেশি সময় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, তার শারীরিক অবস্থার আপাতত কোনো উন্নতি বা অবনতি হয়নি। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষ করা হচ্ছে।

আরেক সদস্য ডা. জাফর ইকবাল বলেন, খালেদা জিয়া আগের মতোই আছেন। বলা যায়, ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন সর্বশেষ যে আপডেট জানিয়েছিলেন, এখনও তেমনই আছেন। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। 

মেডিকেল বোর্ডের সভা শেষে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, আগের মতোই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে– এ কথা বলা যাবে না। তার অবস্থা জটিল এবং অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত পার করছেন।

গত ২৩ নভেম্বর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার 
চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়