ফাইল ছবি
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
তিনি শিগগিরই গণঅধিকার থেকে পদত্যাগ করবেন বলে দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নিশ্চিত করেছেন। নির্বাচনী কৌশল হিসেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।
গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনয়ন দিলেও সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বিএনপিতে যোগ না দিলে এটা হাতছাড়া হওয়ারও সম্ভাবনা আছে। তাই রাশেদ খাঁন ধানের শীষ প্রতীককেই বেছে নিচ্ছেন। শিগগিরই বিএনপির সঙ্গে যোগদান অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়েও ইতিমধ্যে আলোচনা চলছে।
আরও পড়ুন<<>>তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































