Apan Desh | আপন দেশ

মাকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৯, ২৫ ডিসেম্বর ২০২৫

মাকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাতৃভূমিতে মা ও ছেলের পুনর্মিলন হতে যাচ্ছে। রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন আছেন তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে ওঠেন। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত লাখো জনতা। এরপর বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই তিনি দ্রুত হাসপাতাল অভিমুখে রওনা হন।

আরও পড়ুন>>>‘দেশ গড়ার সময় এসেছে, কথা বলার অধিকার ফিরিয়ে দেয়া হবে’

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানেও প্রিয় নেতাকে একনজর দেখতে ভিড় করেছেন অগণিত নেতাকর্মী। দলীয় সূত্র জানিয়েছে, মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ও  চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়