হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এ ঘটনাকে তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ওপর 'জুলুম' ও রাজনৈতিক 'দেউলিয়াত্ব' হিসেবে অভিহিত করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাসভবনে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির স্থানীয় রাজনীতিতে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনার পর সোমবার (২২ ডিসেম্বর) হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টটির শিরোনাম ছিল—‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে’। তার দেয়া সে পোস্টের মূল বক্তব্যগুলো নিচে তুলে ধরা হলো
‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে’ শিরোনামে দেয়া ওই পোস্টে হাসনাত লেখেন, গত সতেরো বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতাল–অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এ পুনর্বাসন তাদের সাথে একটা জুলুম।
তিনি লেখেন, আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন—আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে-এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়। যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন—আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।
দেবিদ্বারবাসীর উদ্দ্যেশে তিনি লেখেন, দেবিদ্বারবাসী, আপনারাই বিচার করবেন- কোন বিএনপি দীর্ঘ সতেরো বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাবেদারি করেছে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে এ ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যে প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































