Apan Desh | আপন দেশ

মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ১৬ নভেম্বর ২০২৫

মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করল বিএনপি

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার

দীর্ঘ আট মাস পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ থেকে তার সব পদ স্থগিত করা হয়েছিল।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। 

আরও পড়ুন<<>>‘বিএনপি এখনও ইউনূস সরকারের প্রতি আস্থাশীল’

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ স্থগিতের পর থেকে তিনি দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।

এখন থেকে মাসুদ তালুকদার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। দলীয় পর্যায়ে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব পুনরায় কাজে লাগবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমন্বয়মূলকভাবে কাজ করার জন্য মাসুদ তালুকদারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়