Apan Desh | আপন দেশ

এনসিপির দেড় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ১০ নভেম্বর ২০২৫

এনসিপির দেড় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়।

০৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী যোগাযোগ করছেন।

তারাও মনোনয়ন ফরম নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দলের আহবায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা এখনও ফরম নেননি বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

আরও পড়ুন<<>>রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ জানান, রোববার (০৯ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত দেড় শতাধিকের বেশি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীই এনসিপির তৃণমূল পর্যায়ের নেতা। তবে এখন পর্যন্ত হেভিওয়েট কোনও প্রার্থী মনোনয়ন ফরম নেননি বলে জানা গেছে।

গত ০৬ নভেম্বর রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সেক্রেটারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। প্রথম দিনে হাতেগোনা কয়েকটি ফরম বিতরণ করা হয়। মাঝে ০৭, ০৮ ও ০৯ নভেম্বর প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। ০৮ নভেম্বর সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপায়ন টাওয়ারের সামনে থেকেই মিছিল নিয়ে ১৫ তলায় দলের অস্থায়ী কার্যালয়ে উঠছেন প্রার্থী ও সমর্থকরা।

অনেকে জীবনে প্রথমবারের মতো নির্বাচনি ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন। এ নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই।

ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম নিয়েছেন আসাদুল ইসলাম মুকুল। সমর্থকদের সঙ্গে নিয়ে এসেছেন নিজের চার বছরের সন্তান আবরার শাহরিয়ারকে।

তিনি বলেন, জয়-পরাজয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে জীবনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এতে অসাধারণ অনুভূতি কাজ করছে।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কচকাটা) আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন মো. হাফিজুর রহমান খান জুয়েল। তিনি বলেন, জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। সেই দায়বদ্ধতা থেকেই এবার নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আশা করি, জনগণ নতুনদের পক্ষে রায় দেবেন।

সাধারণত জাতীয় নির্বাচন নতুন বা আলোচিত দলের মনোনয়ন নিতে অন্য দলের হেভিওয়েট নেতাদের আগ্রহ দেখা যায়। তবে এনসিপিতে এ ধরনের প্রার্থীদের দেখা মেলেনি। যদিও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের দাবি— ফরম কারা নিয়েছেন স্ক্যানিং করা ছাড়া এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ জানান, এখন পর্যন্ত এনসিপির তিন জন কেন্দ্রীয় নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। তারা হলেন— নওগাঁর একটি আসন থেকে যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন, লালমনিরহাট-(আদিতমারী) কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ ও খাগড়াছড়ি পার্বত্য আসনে কেন্দ্রীয় নেত্রী মঞ্জিলা ঝুমা।

এনসিপির  যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার  বলেন, প্রতিদিনই সারা দেশ থেকেই মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করছেন। অনেকে দল সম্পর্কে আরও খোঁজ খবর নিচ্ছেন। এরইমধ্যে কিছু জনপ্রিয় প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। তারা হলেন— নাটোর-৩ (সিংড়া) আসনে রাজশাহী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর এস এম জার্জিস কাদির জনপ্রিয় প্রার্থী। তিনি নাটোর জেলা এনসিপির সদস্য সচিব। আশা করি, তিনি (জার্জিস কাদির) শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। এর বাইরে বিভিন্ন দলের পরিচিত অনেক মুখও বিভিন্ন পেশাজীবীরা যোগাযোগ করছেন।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, বনশ্রী) আসনে দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও এখনও মনোনয়ন ফরম নেননি তারা।

এছাড়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী), সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ), যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) তারা কেউই এখনও মনোনয়ন ফরম নেননি। মূলত সাংগঠনিক ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি বলে জানা গেছে।

তবে অচিরেই  তারা মনোনয় ফরম নেবেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, শুধু এনসিপির শীর্ষ নেতারাই নন, আশা করি অনেক সিনিয়র ও জনপ্রিয় ব্যক্তিই মনোনয়ন ফরম নেবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান নির্বাচন ও গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে: মির্জা ফখরুল ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু শেখ হাসিনা, জয়-পুতুলের প্লট দুর্নীতির মামলার শুনানী আজ আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ আধা ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন মাদ্রসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক আসিফ আকবরের মন্তব্যে সমালোচনার ঝড় যুদ্ধবিরতি ভেঙে ফের লেবাননে হামলা ইসরায়েলের