Apan Desh | আপন দেশ

‘পরস্পর সম্মানভিত্তিক পররাষ্ট্রনীতি চায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ৬ নভেম্বর ২০২৫

‘পরস্পর সম্মানভিত্তিক পররাষ্ট্রনীতি চায় বিএনপি’

ফাইল ছবি

পরস্পর সম্মানবোধ,অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ না থাকা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়ার নীতিতেই বিএনপি বিশ্বাসী বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) তিনি বলেন, সবার আগে বাংলাদেশ- এই নীতিতে বিশ্বাসী তারেক রহমান ও বিএনপি। দেশের পররাষ্ট্রনীতিতেও এ নীতি প্রতিফলিত হবে।

আরও পড়ুন<<>>গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশের অনুমোদন

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। তবে কিছু ব্যক্তি ও মহল পিআর বা জনসংযোগের কথা বলে ষড়যন্ত্রে লিপ্ত আছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা।

দলীয় সূত্র জানায়, বিএনপি নেতৃত্ব দেশীয় সিদ্ধান্তে স্বয়ংসম্পূর্ণতা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদাভিত্তিক নীতিকে অগ্রাধিকার দিতে চায়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়