Apan Desh | আপন দেশ

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মারা গেছেন

ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নূরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেরে আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।

আরও পড়ুন<<>>বিএনপি পচনের নগ্ন প্রতিচ্ছবি সাবেক ইউনিয়নিস্ট বাবুল

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করে র‌্যাব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন