Apan Desh | আপন দেশ

‘একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে’

ছবি সংগৃহীত

সংবিধান মানলে পার্লামেন্ট ছাড়া এ মূহুর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আপনারা ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচনই উত্তোরণের একমাত্র উপায় নয়। মুসোলিনি, হিটলারও নির্বাচিত হয়েছিলেন। তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।

যেন-তেন নির্বাচন হলে হবে না। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে। ২০২৪ সালে বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে মানুষ আসেনি।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে বলেছেন, সামনের নির্বাচনও একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রশাসন ইতোমধ্যে পলিটিসাইজ হয়ে গেছে। কোনো উর্ধ্বতন কর্মকর্তার কথা বললে আমরা আগে ভাবি যে তিনি জামায়াতপন্থী নাকি বিএনপিপন্থী নাকি আওয়ামী দোসর। এ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়