
বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্যা করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক।
আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহবানও জানান বিএনপির এ নেতা।
আরওপড়ুন<<>>‘তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে’
ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহবান জানান ফারুক।
তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে কোনো সন্ত্রাস থাকবে না। এ আত্মবিশ্বাস আমাদের আছে ড. ইউনূসের কাছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সহায়তা করুন।
এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির সিনিয়র এ নেতা। বিভক্তি তৈরি হলে অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।