Apan Desh | আপন দেশ

‘নুরের ওপর হামলা জনগণ মেনে নেবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৩৬, ৩০ আগস্ট ২০২৫

‘নুরের ওপর হামলা জনগণ মেনে নেবে না’

ছবি: আপন দেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপরে হামলা জনগণ মেনে নেবে না বলে মন্তব্যে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজন হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

ড. আবদুল মঈন বলেন, ‘রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপরে এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এ ঘটনার আমরা তদন্ত চাই।

এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরুল হক নূরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন। নূরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সাজারির বিভাগের ডা. জাহিদ রায়হানের অধীনে চিকিতসাধীন আছেন।

আরও পড়ুন<<>>ভেঙেছে নাকের হাড়, নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

এদিকে নুরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তার চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত অবস্থা শঙ্কামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, সেটা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন বলে জানিয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়