
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, যারা পিআর পদ্ধতি বোঝেন না, তাদের দেশ পরিচালনার জ্ঞান নেই। একটি সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপদের দিকে যাবে। পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন>>>বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: হাফিজ
তিনি আরও বলেন, যদি নির্বাচন স্বচ্ছ না হয়, তবে দেশ বড় সংকটের দিকে এগিয়ে যাবে। আগামী নির্বাচনের জন্য যে রোডম্যাপ তৈরি হবে, তাতে অবশ্যই গণতন্ত্রের নীতি যুক্ত করতে হবে।
তাহের বলেন, আমরা পুরনো সমস্যাগুলো থেকে বেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন কিছু পরিবর্তনের। যা জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। দেশে এখন অনেক সংস্কার নিয়ে ষড়যন্ত্র চলছে। এ সংস্কারগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। সে অনুযায়ী নির্বাচন করতে হবে। তবে, দুঃখজনকভাবে যেখানে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন, সেখানে একটি দল বিরোধিতা করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।