Apan Desh | আপন দেশ

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ২৮ আগস্ট ২০২৫

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা ৩০ আগস্ট

সিরাজুল হক

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। 

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গন ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। বক্তারা তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরবেন।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়