Apan Desh | আপন দেশ

বাম ছাত্রদের চাপে ছবি সরিয়ে খালেদা জিয়ার ‘বয়ান’ প্রচার শিবিরের

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ৬ আগস্ট ২০২৫

বাম ছাত্রদের চাপে ছবি সরিয়ে খালেদা জিয়ার ‘বয়ান’ প্রচার শিবিরের

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শিরোনামে দ্বিতীয় দিনের কর্মসূচিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতার ছবি ব্যবহার করে তোপের মুখে পড়ে শিবির। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের পর প্রশাসন সে ছবি সরিয়ে নেয়।

বুধবার (০৬ আগস্ট) আবার সে একই জায়গায় নতুন পোস্টার টাঙিয়েছে ছাত্রশিবির। সে স্থানে খালেদা জিয়া-সুখরঞ্জনের ‘বয়ান’ ও স্কাইপ কেলেঙ্কারির তথ্যচিত্র তুলে ধরেছে  ছাত্রশিবির। 

দেওয়ালে ছাত্রশিবির আবার যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য, যুদ্ধাপরাধ বিচারের ‘স্কাইপ কেলেঙ্কারি’, জিওফ্রে রবার্টসন ও সুরঞ্জন বালির মন্তব্য ও ভুয়া স্বাক্ষীদের জবানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে।

এ বিষয়ে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসেন খান বলেন, বিচারক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এটি নিয়ে আমাদের স্ট্যান্ডই হচ্ছে আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, এখনো আছি। আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কীভাবে ‘স্কাইপি কেলেঙ্কারি’র মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে, তার পেছনে এ বিচারক হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, সরকার একের পর এক মিথ্যা রায় ও দমন-পীড়নের পথ তৈরি করেছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক আয়োজনে প্রথমে প্রদর্শিত হয়েছিল জামায়াত নেতা গোলাম আজম, নিজামী, সাঈদী, মুজাহিদ, মীর কাশেম, কামরুজ্জামান ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি। সেটাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্রসংগঠনগুলো আপত্তি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। 

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর তীব্র বিক্ষোভের মুখে এগুলো অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ও তার নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ছবিগুলো সরিয়ে ফেলে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়