Apan Desh | আপন দেশ

আ. লীগের দুষ্ট চক্র পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে: তাহের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:০৭, ২২ জুলাই ২০২৫

আ. লীগের দুষ্ট চক্র পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে: তাহের

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কিছু ‌‘দুষ্ট চক্র’ দেশের চলমান পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে। 

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনার ১৭তম দিন শেষে এ কথা বলেন তিনি।

তাহের বলেন, শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে মাইলস্টোন এলাকায় সকালে, আবার সচিবালয়ের আশেপাশে বিকেলে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের দাবি থাকবে—এটা স্বাভাবিক। পুরো জাতি তাদের পাশে আছে। কিন্তু শোনা যাচ্ছে, আওয়ামী লীগের কিছু দুষ্ট চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে সক্রিয় হয়েছে। যদিও আমরা এখনও নিশ্চিত না।

তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, বিতাড়িত, পরাজিত ও দেশত্যাগে বাধ্য অপশক্তি বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই। এ ধরনের বিশৃঙ্খলা চলতে থাকলে সবাই মিলে জুলাই-আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আবারও তাদের (আওয়ামী লীগ) পরাজিত করা হবে।

এক ব্যক্তি দলীয় পদ থাকার কারণে প্রধানমন্ত্রী হতে পারবেন না- এটা ব্যক্তির গণতান্ত্রিক অধিকার খর্ব করা হবে বিএনপির এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তাহের বলেন, আমরা মনে করি, বাংলাদেশকে এখন সংস্কার ও পরিবর্তন আসতেছে। সেভাবে দলগুলো গণতান্ত্রিক হয়, সে চেষ্টাও আমাদের করতে হবে। কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই, যখন নিজ দলেই ডেমোক্রেসি থাকে না। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্রীয়ভাবে পাওয়ার বিকেন্দ্রীকরণ করা। সেটি দলীয়ভাবেও হতে পারে।

আপন দেশ/এমবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়