Apan Desh | আপন দেশ

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১৮ জুলাই ২০২৫

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

ছবি : আপন দেশ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন দফা দাবিতে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

তাদের দাবিগুলো হলো গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া; ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার, উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়