Apan Desh | আপন দেশ

পাগলেও বোঝে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে: শামসুজ্জামান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫১, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৩৩, ১১ জুলাই ২০২৫

পাগলেও বোঝে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে: শামসুজ্জামান

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

পাগলেও বোঝে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন শামসুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিএনপিকে অনেকে আমলে নিতে চাচ্ছে না অভিযোগ তুলে শামসুজ্জামান বলেন, নির্বাচন হলে নাকি বোঝা যাবে, কোন দল কোনভাবে কতটা শক্তিশালী। আমরাও মনে করি, নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে বোঝা যাবে, কারা দুইটা না তিনটা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশছাড়া হবে। নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু তারা কায়দা–কৌশল করছে। সংস্কারের নামে, আরও কী কী সব ফেতনা সামনে এনে, নির্বাচনটা কীভাবে ঠেকানো যায়।

‘১৫ আগস্ট’ শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বলে মন্তব্য করেন শামসুজ্জামান। আওয়ামী লীগের আগামী ১০০ বছরের মধ্যেও ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করেছে। সে হত্যাকারী শেখ হাসিনা।

আরও পড়ুন>>>দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভয়াবহ : রিজভী

জনগণের মার কেমন, তা শেখ হাসিনা ও শেখ পরিবার শতভাগ জানে উল্লেখ করে শামসুজ্জামান বলেন, যেদিন জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলা হয়, সেদিনই শেখ হাসিনার পতন হয়ে যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এক বছর আগে পতন হয়। কিশোর–তরুণসহ বুকের রক্ত দিয়ে যারা হাসিনার পতন ঘটিয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই।

স্বৈরতন্ত্র ফিরে না আসার একমাত্র পথ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বলে জানান শামসুজ্জামান। তারেক রহমান যেকোনো সময় ফিরে আসবেন বলে জানান তিনি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বাংলাদেশে নির্বাচন নিয়ে আশা জেগেছে। সেটা এখন ধরে রাখতে হবে বলেন তিনি।

শামসুজ্জামান আরও বলেন, আমরা সরকারকে বলতে চাই, যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা ও সংকট, আমার মনে হয় সেটাও কেটে যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়