Apan Desh | আপন দেশ

দ্বীনের পথে কাউকে পরওয়া করা যাবে না: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:০০, ২১ মে ২০২৫

দ্বীনের পথে কাউকে পরওয়া করা যাবে না: জামায়াত আমীর

চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে ডা. শফিকুর রহমান কথা বলছেন।

আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে আমাদের কারো পরোয়া না করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। আমাদের উপর যে গুরুদায়িত্ব এসেছে, তার ফসল আমাদেরই ঘরে তুলতে হবে। দ্বীনের যাবতীয় কাজ খালেছ নিয়তে সম্পাদন করতে হবে।

মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব বাড়াতে হবে। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন তা জ্ঞানের প্রধান উৎস হয়। পান্ডিত্য অর্জনের জন্য নয়, বরং আমলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেককে তার ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা নিতে হবে। আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান কামনা করতে হবে।

আরও পড়ুন>>>‘পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর’

জামায়াতের আমীর বলেন, শুধু জ্ঞান অর্জন নয়, কঠোর পরিশ্রমীও হতে হবে। আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছু দেননি, এ বিশ্বাস নিয়ে সাহসের সঙ্গে অগ্রসর হতে হবে। আমাদের পরিসমাপ্তি যেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয়।

তিনি বলেন, মানুষের প্রত্যাশা বেড়েছে; তাদের প্রত্যাশা পূরণে আমাদেরকে দায়িত্বশীলের ভূমিকা নিতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে বৃহৎ পরিসরে অংশগ্রহণ করতে হবে। মানুষকে ভালোবেসে কাছে টেনে নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জামায়াত কর্মীদেরকে দেশ গড়ার গুরু দায়িত্ব নিতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার প্রতি মনোযোগী হতে হবে। 

ডা. শফিকুর রহমান বলেন, চারিত্রিক সততা উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য লাভের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন। এ সময় মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়