Apan Desh | আপন দেশ

‘পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০৯, ২১ মে ২০২৫

আপডেট: ২১:২১, ২১ মে ২০২৫

‘পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর’

নুরুল হক নূর ও ডিএনসিসি লোগো।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন —এমন অভিযোগ করেছে ডিএনসিসি।

বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি। 

এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

উল্লেখ্য, নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের দাবি, তারা প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তার ‘হিযবুত তাহরীর’ সংশ্লিষ্টতার অভিযোগে।ডিএনসিসি প্রশাসক এজাজ আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ছিলেন। এখনো সে আদর্শ বহন করেন। সমাবেশে তারা তাকে দ্রুত অপসারণ ও গ্রেফতারের দাবি জানায়। বিক্ষোভ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়