Apan Desh | আপন দেশ

শাহবাগ ছাড়ল ছাত্রদল, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ১৮ মে ২০২৫

আপডেট: ১৯:১৭, ১৮ মে ২০২৫

শাহবাগ ছাড়ল ছাত্রদল, যান চলাচল শুরু

ছবি: আপন দেশ

প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা তদন্তে গাফিলতির প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে রোববার বিকেল পৌনে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা।

বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

এর আগে অবরোধ কর্মসূচিতে সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বক্তব্য দেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এছাড়া সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ তাদের অন্য দাবিগুলো মেনে নেয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরওপড়ুন<<>>সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

অন্যদিকে সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নিহতের সহপাঠী ও শিক্ষকরা। আলটিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে বিভিন্ন সংগঠন। এর ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খাঁন। কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এদিকে, ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়