
এনসিপি মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যৌক্তিক দাবিকে আমরা সমর্থন জানাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউতে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ সমর্থনের কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা রাস্তায় বসে আছেন। সরকারের কাছে দাবি, তাদের দাবিগুলো মেনে নিয়ে তাদের মুক্তি দেন।
এনসিপির মুখ্য সমন্বয়কারী আরও বলেন, আপনারা দাবি মেনে নিন, নয়তো ছাত্র-জনতার চাপে আপনাদের কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারি না। আলেমদের অবাদান ’৫২, ’৭১ এবং ’২৪ ছিল। ভবিষ্যৎ বাংলাদেশেও থাকবে।
আরওপড়ুন<<>>জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা, আহবায়ক তরিকুল
এ সময় আর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে জগন্নাথের শিক্ষার্থীদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। সরকারকে অবশ্যই তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, মানবিক করিডরের প্রয়োজন আছে কিনা, কাদের নিয়ন্ত্রণে থাকবে এসব সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সরকারকে নিতে হবে। কারণ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে এদেশের মানুষ। দেশের রাজনীতিতে কোনো বিদেশি প্রভু হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য কাজ করবে জাতীয় যুবশক্তি।
এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না যুবশক্তি। সংগঠনটি দেশের জন্য একটি গার্ড হিসেবে তৈরি করবে যুবকদের।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।