Apan Desh | আপন দেশ

জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা, আহবায়ক তরিকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ১৬ মে ২০২৫

আপডেট: ২০:৪০, ১৬ মে ২০২৫

জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা, আহবায়ক তরিকুল

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাড. মো. তরিকুল ইসলামকে আহবায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

আরওপড়ুন<<>>‘ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই’

এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ। মুখ‍্য সংগঠক হয়েছেন ইন্জি. ফরহাদ সোহেল। দলটির আহবায়ক কমিটির ১৩১ সদস‍্যের পূর্নাঙ্গ কমিটি হবে বলে জানা গেছে। 

এদিন বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়