Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচনের প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনের প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট -এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাবির সিনেট ভবনে লটারির মাধ্যমে এ ব্যালট নম্বর দেয়া হয়।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী- ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ছাত্রদলের প্যানল থেকে ভিপি পদে শেখ নূর-উদ্দীন আবীর, জিএস পদে নাফিউল জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের ব্যালট নম্বর যথাক্রমে-  ভিপি ০৫, জিএস ০৭ ও এজিএস ০৫।

ছাত্রশিবিরের দেয়া প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট' থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিন, জিএস পদে ফাহিম রেজা ও এজিএস পদে এস.এম সালমান সাব্বির প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের ব্যালট নম্বর যথাক্রমে- ভিপি প্রার্থীর ব্যালট নং ০৪, জিএস প্রার্থীর ব্যালট নং ১০, এজিএস প্রার্থীর ব্যালট নং ১৫।

আরওপড়ুন<<>>মাভাবিপ্রবি ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

এছাড়া সাবেক সমন্বয়কদের একাংশের নিয়ে গঠিত ‘অপ্রতিরোধ্য ঐক্য' প্যানেল থেকে ভিপি পদে মেহেদী সজিব, জিএস পদে সালাহউদ্দিন আম্মার ও এজিএস পদে আকিল বিন তালেব। তাদের ব্যালট নম্বর যথাক্রমে- ভিপি প্রার্থীর ব্যালট নং ১৫, জিএস প্রার্থীর ব্যালট নং ৯, এজিএস প্রার্থীর ব্যালট নং ১৪।

ব্যালট নম্বর পেয়ে অনুভূতি প্রকাশ করে রাবি শিবিরের সভাপতি ও সহ-সভাপতি (ভিপি) ও সিনেট সদস্য পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ব্যালট নম্বর কে কত পেল এইটা বড় বিষয় না। ক্যাম্পাসে যে আমেজ তৈরি হয়েছে, এটাই ভালো লাগছে। গত ৩৫ বছর আমাদের এ আমেজ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। 

ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, নির্বাচন কমিশন প্রথমে প্রত্যেক প্যানেলের জন্য আলাদা আলাদা ব্যালট নম্বর নির্ধারণ করেছিল। শনিবার (১৩ সেপ্টেম্বর) আমাদের প্রতিবাদের কারণে নির্বাচন কমিশন লটারির মাধ্যমে ব্যালট দেয়ার সিদ্ধান্ত নেয়। আমি ৭ নং ব্যালট পেয়েছি। ব্যাক্তিগতভাবে আমি অনেক খুশি। আশা করি, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে।

ব্যালট নাম্বার ঘোষণা শেষে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, প্রত্যেকটা পদের বিপরীতে লটারির মাধ্যমে আমরা ব্যালট নম্বর দিচ্ছি। এখানে সকল প্রার্থী ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে লটারি করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর দেয়া হয়েছে। এখন প্রার্থীরা তাদের প্রচারণার কাজ শুরু করতে পারবেন। 

উল্লেখ্য, শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রার্থীকে সিনেট ভবনে উপস্থিত থাকার আহবান জানান। এরপর আজ বিকেলে সবার উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়