Apan Desh | আপন দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ৩ মে ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ শুরু

ছবি : আপন দেশ

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (০৩ মে) সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহীদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন। 

এদিন ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন আলেম-ওলামাসহ সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। শাহবাগ-নীলক্ষেত-দোয়েল চত্ত্বরসহ বিভিন্ন দিক থেকে মিছিল আসতে থাকে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পর থেকেই আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৮টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার হেফাজত নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে৷ কেউ পায়ে হেঁটে, কেউবা গাড়িতে করে মহাসমাবেশে এসেছেন। সকাল থেকেই ছোট ছোট মিছিল জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে ঢাকার বাইরে থেকে সমাবেশস্থলে এসেছেন তারা। 

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন।

সংগঠনের দায়িত্বশীল নেতারা জানান, মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এজন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা-উপজেলায় প্রচার-গণসংযোগ চালিয়েছেন নেতারা। দাবি সংবলিত লিফলেটও বিতরণ করা হয়েছে। মহাসমাবেশে দলে দলে যোগদানের জন্য শুক্রবার (০২ মে) এক বিবৃতিতে আহবান জানিয়েছেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

হেফাজত নেতাদের মতে, এ মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তাদের চার দফা হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

সমাবেশে সভাপতিত্বে করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য দেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়