Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৮ অক্টোবর ২০২৩

আপডেট: ১৯:৩২, ৮ অক্টোবর ২০২৩

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন কাল

ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সোমবার (৯ অক্টোবর)  সংবাদ সম্মেলন ডেকেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। রাজাধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের ১১ তলার মিলনায়তনে সকাল ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (৮ অক্টোবর) মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দুই মাসের বেশি সময় ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৯ আগস্ট খালেদা জিয়াকে সেখানে ভর্তি করা হয়।

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এটি দেশে করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তাকে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়াকে যেহেতু যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না, সে কারণে লিভার সিরোসিসের প্রভাবে তার হৃদ্‌যন্ত্র ও কিডনির জটিলতা বেড়েই চলেছে। উন্নতির কোনো লক্ষণ নেই। ফলে কখনো তিনি কিছুটা সুস্থ থাকছেন, আবার পরক্ষণেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, লিভারের মূল সমস্যার চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে এবং জটিলতা বাড়ছে। তারা জটিলতা ও নতুন উপসর্গ ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন, যাতে রোগীর কষ্ট কম হয়। অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য তার ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে।

এখন বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়