ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোটে নিবন্ধন করা প্রবাসীরা বুধবার (২১ জানুয়ারি) থেকে ভোট প্রদান করতে পারবেন।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এক সূত্র এ তথ্য জানায়।
ভোট প্রদান শেষে সোমবারের (২৫ জানুয়ারি) মধ্যে পোস্টাল ব্যালট নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহবান জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরাও এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন <<>> আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সব মিলিয়ে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের (২৫ জানুয়ারি) মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই প্রাপ্ত পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































