Apan Desh | আপন দেশ

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ২০ জানুয়ারি ২০২৬

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

ছবি: আপন দেশ

বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছান। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এবং শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

পরিদর্শনে ছিলেন গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে জাদুঘরের কিউরেটর তানজীম ওয়াহাব, মেরিনা তাবাসসুম খান এবং গবেষকরা অতিথিদের পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান।

জাদুঘরে রয়েছে অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং, অডিও-ভিডিও এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য।

প্রধান উপদেষ্টা ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রও দেখেন। এতে ফ্যাসিস্ট শাসনামলে গুম, দমন-পীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং ২৪ জুলাই গণহত্যার চিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করেছে।

আরও পড়ুন <<>> সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ জাদুঘর জুলাই শহিদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটি বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত।

তিনি বলেন, আমরা চাই না ভবিষ্যতে এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। যদি জাতি কখনো দিশেহারা হয়, এ জাদুঘর পথ দেখাবে।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের জাদুঘরে দল বেঁধে আসার আহবান জানান। তিনি বলেন, এখানে এক দিন কাটালে মানুষ বুঝতে পারবে জাতি কী নৃশংসতার মধ্য দিয়ে গেছে। আয়নাঘরে বসে তা উপলব্ধি করা যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনার পুনরাবৃত্তি না হওয়াই আমাদের লক্ষ্য। তরুণরা সাহস দেখিয়েছে, সাধারণ মানুষও নির্ভয়ে দাঁড়িয়েছে। এটাই আমাদের শিক্ষা।

প্রধান উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ জাদুঘরের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, অল্প সময়ে জাদুঘরের কাজ এ পর্যায়ে এসেছে। অনেক ছেলেমেয়ের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। আট মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন অনেকে।

তিনি বলেন, আরও কিছু সেকশনের কাজ শেষ হবে। নির্বাচনের আগেই সব সবার জন্য উন্মুক্ত করা হবে। জাদুঘর ইতিহাসের চিহ্ন বহন করবে। ভবিষ্যতে রাজনৈতিক শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এনএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ