Apan Desh | আপন দেশ

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যে বার্তা দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৪১, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪৪, ৫ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যে বার্তা দিল বাংলাদেশ

ছবি : আপন দেশ

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত।

বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। 

একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। 

এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল

হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা’ চালিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়