Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নব্বইয়ের ডাকসু নেতারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৬, ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নব্বইয়ের ডাকসু নেতারা

ছবি: আপন দেশ

বেগম খালেদা জিয়া সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

শুক্রবার (০২ ডিসেম্বর) বেলা ১২টায় নব্বইয়ের ডাকসুর ভিপি ও সে সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়ক আমান উল্লাহ আমানের নেতত্বে নেতারা শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে সূরা ফাতেহা পাঠ করে পুস্পস্তবক অর্পণ করেন।

 এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান, মীর সরাফত আলী সপু প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

এসময় আমান উল্লাহ আমান বলেন, আমরা নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা আজকে এখানে আপোষহীন  দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছি। তার কবরে পুস্পস্তবক অর্পণ করেছি। তার রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছি। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার সমাধিতে সর্বস্তরের মানুষের ঢল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবে না। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারের মাধ্যমে তাকে জেলে পাঠিয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, নূন্যতম চিকিৎসা সুবিধা তাকে দেয়া হয়নি। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিলো, সে নির্যাতনের দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনও এড়াতে পারবে না। অবশ্যই শেখ হাসিনাকে এর জবাব দিতে হবে।

বেগম খালেদা জিয়া সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন উল্লেখ করে তিনি বলেন,  আজকে কী প্রমাণ হয়েছে? তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাথীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অব ডেমোক্রেসি-গণতন্ত্রের মা।

তিনি বলেছিলেন, আমার ঠিকানা বাংলাদেশ… আমি বিদেশে যাবো না। বিদেশে আমার কোনো ঠিকানা নেই। যার জন্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে তা আপনারা জানেন। তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আজকে উনি দেশে ফিরেছেন দেখেছেন কী অভূতপূর্ব সাড়া জেগেছে জনগণের মধ্যে জনগণ তাকে বরণে করেছে স্বস্ফূর্তভাবে ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

খালেদা জিয়ার মত্যুতে বিএনপি ৭দিনের শোক পালন করছে। দলের কার্যলয়গুলোতে দলীয় পতাকা অধনমিত এবং কালো পতাকা উত্তালন করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়