Apan Desh | আপন দেশ

‘জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১১, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১১, ১১ ডিসেম্বর ২০২৫

‘জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ’

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি : আপন দেশ

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ হবে। এক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।

নির্বাচন ঘিরে সরকারের কার্যক্রম তুলে ধরে মাহবুবা ফারজানা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে। কিন্তু এবার জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।’

আরও পড়ুন : মা-মেয়ে খুনের ঘটনায় নতুন তথ্য দিল পুলিশ

তিনি আরও বলেন, ‘গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

এ সময় কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়ার অনুরোধ জানান তথ্য সচিব।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়