Apan Desh | আপন দেশ

কোন দল বা আসন থেকে ভোট করবো সে সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৫০, ১০ ডিসেম্বর ২০২৫

কোন দল বা আসন থেকে ভোট করবো সে সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে কোন দল বা আসন থেকে করবো তা এখনই বলছি না। তবে এনসিপি থেকে নির্বাচন করবো এমনটা ধরা ঠিক হবে না। ধোয়াশা রাখার জন্য নয়, আসলে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। 

আসিফ মাহমুদ বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না। পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কোনও দুর্নীতি করিনি। সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছি। কুটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছি। কাল উপদেষ্টা পরিষদে বৈঠক ডাকা হয়েছে।

আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।

তার কথায় ফুটে ওঠে, বিএনপিতে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।

আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।

তবে কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি। কিছু সাংবাদিক পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়