Apan Desh | আপন দেশ

হত্যার আসামি নৃত্য পরিচালক হাবিব ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনে সামনেই!

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০৫, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৬, ১০ ডিসেম্বর ২০২৫

হত্যার আসামি নৃত্য পরিচালক হাবিব ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনে সামনেই!

সংগৃহীত ছবি

চলচ্চিত্রের পরিচিত মুখ হাবিবুর রহমান হাবিব। তিনি একজন নৃত্য পরিচালক। হাবিবুর হত্যার উদ্দেশ্যে হামলা, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার মতো মামলার আসামি। অথচ এ আসামি প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সঙ্গে তার সহযোগীরাও ধরাছোঁয়ার বাইরে।

মামলার বাদী হলেন কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা মো. আমজাদ হোসেন। দীর্ঘ ১২ বছর পার হলেও আসামি হাবিব ও তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার হয়নি। আমজাদ হোসেন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন প্রশাসন আসামিদের ধরছে না?

মামলার বাদী মো. আমজাদ হোসেন বলেন, ২০১৩ সালের ২৮ মে বিকাল তিনটার দিকে হাবিবুর রহমান হাবিব ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের বিএনপি কর্মীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। সেখানে ২০ থেকে ২৫ জন অপরিচিত লোক ছিল। সবার হাতে ছিল মারাত্মক দেশীয় অস্ত্র। ছোরা, দা-বেকি, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক— এমনকি আগ্নেয়াস্ত্রও ছিল তাদের কাছে। তারা বিএনপি কর্মীদের চারিদিক থেকে ঘিরে ফেলে।

হামলার আগে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দেয়, চাঁদা না দিলে দলীয় কর্মসূচি করা যাবে না। এরপর তারা হত্যার উদ্দেশ্যে হামলা শুরু করে। এ হামলায় বিএনপি কর্মীরা মারাত্মকভাবে আহত হন।

আরও পড়ুন>>>মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

আমজাদ হোসেন বলেন, নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবের রাজধানীতে বড় যোগাযোগ আছে। তিনি ঢাকায় কর্মরত থাকার সুযোগ নিচ্ছেন। উচ্চ মহলে তার প্রভাব থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। এত গুরুতর মামলার আসামি হয়েও তিনি ‘নো টেনশন’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি রাজধানী ও চলচ্চিত্র জগতে বহাল তবিয়তে আছেন।

আমজাদ হোসেন আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি জায়েদ খান কানাডায় পালিয়েছেন। ছাত্রহত্যার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত চিত্রনায়ক সায়মন সাদিকও আমেরিকায় আছেন। এ দুই জনের ঘনিষ্ঠ সহযোগী হাবিব। অথচ হাবিব রাজধানীতে তার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।

বাদী আমজাদ হোসেন জানান, ২০১৩ সালের সে ঘটনার পর থেকে হাবিব বা তার সহযোগীদের কুড়িগ্রামে দেখা যায়নি। তারা সবাই এখন রাজধানীতে অবস্থান করছেন। এ কারণে কুড়িগ্রামের পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না বলে আমজাদ হোসেন অভিযোগ করেন। নৃত্য পরিচালকের সাইনবোর্ডে দুর্ধর্ষ হাবিব নিজেকে আড়াল করে রেখেছেন।

নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হাবিব এখন রাজধানীর মগবাজার এলাকায় আছেন। তিনি বিশাল সেন্টারের ছাদে একটি নাচের অ্যাকাডেমি খুলেছেন। দিব্যি আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন তিনি।

হত্যার উদ্দেশ্যে হামলা ও চাঁদাবাজির এ মামলায় নৃত্য পরিচালক হাবিবের সঙ্গে আরও যারা আসামি হয়েছেন, তাদের নাম হলো- তার ঘনিষ্ঠ সহযোগী কুড়িগ্রামের মৌজা থানা মাটিকাটা মোড়ের মো. আ. রাজ্জাক মিলন (৪৫), মসজিদের পাড় মোড়ের মো. হাফিজুর রহমান, সোনারপাড়ার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫২), পুটিমারির মো. মাসুদ রানা (৩২) নালারপাড়ের মো. সাইদুর রহমান (৪৫), খরখরিয়া মন্ডলপাড়ার মো. ফিরোজ মিয়া, মো. গওছুল আজম, মো. আমিনুল কাজি (৪৮), মো. আবু ওয়ারেছ (৪০), মো. সোহরাব হোসেন (৫২), মো. ফরহাদ দেওয়ানী (৫৮), মো. আল আমিন (৪০), মো. রেজাউল করিম লিচু (৪৩), মো. চাঁন চৌধুরী (৫৫), মো. আ. হামিদ (৫৫), মো. লুৎফর রহমান (৫৬), মো. আ. করিম (৪৫), মো. নুরুজ্জামান আজাদ জামান (৪৫), মো. বাদশা মিয়া (৫০), মো. আ. বারী (৫২), মো. শাওন মিয়া (৩৫), মো. মাহবুবুর রশিদ বিপ্লব (৪৬), মো. মিনহাজুল ইসলাম নিলু (৪০) প্রমুখ। 

এছাড়াও, পেনাল কোডের ৫০০/১০৯ ধারায় ২০২৪ সালের ১৫ মে নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবের নামে কুড়িগ্রামের উলিপুরে আরও একটি মামলা দায়ের করেছেন সেখানকার স্থানীয় এক সাংবাদিক।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়