Apan Desh | আপন দেশ

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১২, ১০ ডিসেম্বর ২০২৫

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে বরিশালের ঝালকা‌ঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন<<>>নোয়াখালী মা-মেয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল খুনী

বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে গৃহকর্মী আয়েশা বোরকা পরে লিফটে উঠে ৭ তলাযর ফ্ল্যাটে যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান।  

মা-মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। মামলার বাদী আ জ ম আজিজুল ইসলাম। তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়