Apan Desh | আপন দেশ

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৩২, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক সূত্রে এ তথ্য জানা গেছে। 

ইব্রাহীমের পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত ইব্রাহিম ভোলার লালমোহন উপজেলার নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকেন এবং ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন।

ইব্রাহীমের ভাই সোহেল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন। গতরাতে তার দোকানের ভেতরে ঢুকে ১০-১২ জন দুষ্কৃতকারী হঠাৎ আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় দুষ্কৃতকারীরা আমার ভাইয়ের মোবাইল ফোন এবং ব্যাগে থাকা আমার মায়ের মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।’ 

আরও পড়ুন : ৪ নারীর হাতে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে আমার ভাই অচেতন অবস্থায় রয়েছে, তার চিকিৎসা চলছে।’

 মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাতে মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়