ফাইল ছবি
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অপরিচিতদের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড না দেয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব মহোদয়দের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিব বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য OTP প্রদান করে থাকেন।
আরও পড়ুন<<>>লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে OTP প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে OTP গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে OTP প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।
এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে OTP প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে OTP প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ হলো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































