Apan Desh | আপন দেশ

৮০ পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৮, ২৩ নভেম্বর ২০২৫

৮০ পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন<<>>নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দেয়ার আহবান কমনওয়েলথের

গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

এর মধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।

জানা যায়, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তপশিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়