ফাইল ছবি
ভূমিকম্পে মেট্রোরেলের চারটি স্টেশনে ইটের দেয়ালের প্লাস্টার ও দেয়াল-মেঝেতে লাগানো টাইলসে (আর্কিটেকচারাল) ফাটল দেখা দিয়েছে। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ট্রেন চলাচলসহ সকল কাজ স্বাভাবিক হয়েছে। তবুও অনুসন্ধান করা হচ্ছে।
উত্তরার দিয়াবাড়ি-মতিঝিল (এমআরটি-৬) লাইনের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, ঢাকার মেট্রোরেল রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয়। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ভূমিকম্প প্রতিরোধ স্ট্যান্ডার্ডে নির্মিত মেট্রোরেলের ভায়াডাক্ট (উড়ালপথ), স্টেশনসহ মূল কাঠামো। এগুলো সবই অক্ষত রয়েছে। যেসব স্থাপনায় ফাটল দেখা দিয়েছে সবই আর্কিটেকরাচাল অংশ, খুবই মাইনর। এর সঙ্গে ট্রেন চলাচলের সম্পর্ক নেই। ইটের দেয়াল, মেঝের টাইলস মূল স্থাপনা নয়।
আরও পড়ুন<<>>ভূমিকম্প আতঙ্ক: রোববার ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরও মেট্রোরেলের ট্রেন স্বাভাবিক চলাচল করছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে জানা যায়, ভূমিকম্পে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্টো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা যায়। পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের মেঝে, স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ফাটল ধরেছে। একই অবস্থা হয়েছে মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের মেঝেতে।
উল্লেখ্য, শুক্রবার হওয়ায় ভূমিকম্পের সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বিকেলে চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরপরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































