ছবি: সংগৃহীত
আগেই ইনিংস ঘোষণা করতে পারত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দল অপেক্ষা করছিল মুমিনুল হক সেঞ্চুরির জন্য। কিন্তু আক্ষেপ নিয়েই আউট হয়ে গেলেন মুমিনুল। তাই আরও দেরি করলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচ শতাধিক রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল লাল সবুজ দল।
শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ করা স্বাগতিকরা প্রতিপক্ষকে ২৬৫ রানে আটকে নিয়েছিলো বিশাল লিড। এবার দুই ইনিংস মিলিয়ে ৫০৮ রানের লিড নিয়ে আয়ারল্যান্ডকে বিশাল লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ দিল বাংলাদেশ।
মিরপুর টেস্ট জিততে তাই ৫০৯ রান করতে হবে আয়ারল্যান্ডকে। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে পাঁচ সেশন। নতুন এই টেস্ট খেলুড়ে দলের জন্য দুটোই প্রায় অসম্ভব সমীকরণ।
আরও পড়ুন<<>>থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ
দিনের সেশনে খেলা হয় ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে আরও ১২৪ রান। লাঞ্চের পর নেমে আর ১৭ রান যোগ করে স্বাগতিক দল।
আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।
১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১২৩ রান যোগ করে মুমিনুল-মুশফিক। লেগ স্পিনার গাভিন হোয়ের বলে ১১৮ বলে ৮৭ করে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি (৫৩) করে অপরাজিত থাকেন মুশফিক। শততম টেস্টে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির নজির আছে কেবল রিকি পন্টিংয়ের। তাকে সেই অর্জনে ছুঁতে না পারলেও সেঞ্চুরি ও ফিফটিতে একটা কীর্তি হলো তার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































