Apan Desh | আপন দেশ

গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ২২ নভেম্বর ২০২৫

গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান আমীর খসরুর

ছবি: আপন দেশ

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনও শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ পথ সুগম করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটি টেকসই হতে পারে না।

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আমীর খসরু এ মন্তব্য করেন। 

আরও পড়ুন<<>>‘গণঅভ্যুত্থান নিয়ে চেতনা ব্যবসায়ীদের পরিণতি শুভ হবে না’

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা ও দেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক।

আমীর খসরু বলেন, জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা নন, সংস্কারক, আধুনিক রাষ্ট্রের রূপকার ও ৭ নভেম্বরের অন্যতম প্রধান নেতাও। তার ভাষ্য মতে, একই ব্যক্তির হাতে মুক্তিযুদ্ধের ঘোষণা, দেশ পরিচালনা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মতো ভূমিকা বিরল। 

তিনি বলেন, এমন একজন নেতা বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ায় বিএনপি গর্ববোধ করে। বক্তব্যে তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের অটল সৈনিক ও তারেক রহমানকে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

গণতন্ত্রের জন্য ত্যাগের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মূল্য পরিশোধ করেছেন এবং তারেক রহমান দেশের বাইরে থেকেও দলের নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথ সুগম হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, গণতন্ত্রবিরোধীরা নির্বাচন বিলম্বিত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আমীর খসরুর দাবি, নির্বাচন গণতন্ত্রের ভিত্তি, আর যারা গণতন্ত্রে আস্থা রাখে না—তাদেরই এতে লাভ হয়। তাই তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়