Apan Desh | আপন দেশ

ফের ভূমিকম্পের আঘাত, এবার উৎপত্তিস্থল সাভার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৯, ২২ নভেম্বর ২০২৫

ফের ভূমিকম্পের আঘাত, এবার উৎপত্তিস্থল সাভার

ছবি : আপন দেশ

আগের দিনের আতঙ্ক কাটিয়ে উঠার আগেই আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এবার উৎপত্তিস্থল রাজধানী ঢাকার অদুরে সাভারের বাইপাইল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় আঘাত হানে। 

আরও পড়ুন<<>>ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবারের ওই ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এটির উৎপত্তিস্থল ছিল। যা ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়