Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৩, ২২ নভেম্বর ২০২৫

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ

ছবি : আপন দেশ

চলমান নারী বিশ্বকাপ কাবাডিতে পদক নিশ্চিত করেছে বাংলাদেশের। শনিবার (২২ নভেম্বর) সকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক দলের মেয়েরা। ফলে কমপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে তাদের। 

এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধে থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করলেও দ্বিতীয়ার্ধে সেভাবে লড়াই করতে পারেনি। লিড বাড়তে বাড়তে ৪০-৩১ পয়েন্টে বিজয়ী হয় বাংলাদেশ।

২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে। এবার বাংলাদেশ বিশ্বকাপে পদক অর্জন করল।

আরও পড়ুন<<>>সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

‘এ’ গ্রুপে এদিন ছিল বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরেছিল।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট ছিল। শনিবার থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এ গ্রুপের রানার্স-আপ দল হয়ে সেমিফাইনালে উঠল। সম্প্রতি ইরানে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়