ফাইল ছবি
ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প জনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো।
আরও পড়ুন<<>>রাবিতে পরিচ্ছন্নতা অভিযান করেছে গ্রীন ভয়েস
স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়। এছাড়া শনিবার (২২ নভেম্বর) দু দফা ভূমিকম্প হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































