ছবি : আপন দেশ
রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (০৮ নভেম্বর) ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>গির্জার ফটকে হাতবোমা বিস্ফোরণ, আরেকটি উদ্ধার
ইউসুফের বোনজামাই সাইদুল ইসলাম জানান, তিনি ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরের দিকে মাছ নিয়ে তিনি উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা ইউসুফকে ঢামেকে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইউসুফের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































