Apan Desh | আপন দেশ

গির্জার ফটকে হাতবোমা বিস্ফোরণ, আরেকটি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩০, ৮ নভেম্বর ২০২৫

গির্জার ফটকে হাতবোমা বিস্ফোরণ, আরেকটি উদ্ধার

ছবি : আপন দেশ

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়। গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত আরেকটি হাতবোমা পুলিশ উদ্ধার করেছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। ডিএমপির ডগ স্কোয়াড চার্চ এলাকা তল্লাশি চালায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন<<>>সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, কে বা কারা গির্জা লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে‌। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।

রমনা থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন।

গির্জা সূত্রে জানা গেছে, শনিবার (০৮ নভেম্বর) সেন্ট মেরি’স ক্যাথেড্রালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৬০০ অতিথি অংশ নেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়