Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৩৫, ১৯ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

ছবি: আপন দেশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আমরণ অনশন শুরু করছেন। নিজেদের দাবি বাস্তবায়নে সোমবার (২০ অক্টোবর) থেকে এ অনশন শুরু হবে। শিক্ষকদের দাবিগুলো হলো- বেতন কাঠামোতে ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজার মোড়ে এক সমাবেশ শেষে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম নেতা দেলাওয়ার হোসাইন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে ‘প্লেট-বাটি হাতে ভুখা মিছিল’ শেষে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে ফিরে এসে অনশন কর্মসূচির প্রস্তুতি নেন।

দেলাওয়ার হোসাইন আজিজী গণমাধ্যমকে বলেন, আগামীকাল থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন>>>পাঁচ দাবিতে ইসলামি দলগুলোর কর্মসূচি ঘোষণা

সরকার সম্প্রতি ৫ শতাংশ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি— বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করতে হবে। চিকিৎসা ও উৎসব ভাতাও পুনর্নির্ধারণ করতে হবে।

আজিজী বলেন, ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। তবে প্রকৃত বিজয় তখনই হবে, যখন সরকার ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শ্রেণি কার্যক্রমে ফিরব না।

শিক্ষক নেতারা জানান, শহিদ মিনারকে কেন্দ্র করে তাদের আন্দোলন চলছে। এর অংশ হিসেবে তারা শাহবাগ অবরোধ, টিএসসিতে বিক্ষোভ সমাবেশ, কালো পতাকা মিছিল ও ভুখা মিছিল করেছেন। গত দুই দিনে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

সমাবেশে শিক্ষকদের মধ্যে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিও ওঠে।

তবে এ বিষয়ে আজিজী বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দাবি জানাইনি। অর্থ উপদেষ্টা দেশে ফিরলে ও আমাদের প্রতি যদি অবহেলা করা হয়, তাহলে আমরা এক দফার আন্দোলনের পথে যাব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়