Apan Desh | আপন দেশ

ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৪ অক্টোবর ২০২৫

ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

ছবি : আপন দেশ

ভাষাসংগ্রামী, কবি, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহ শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার (০৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে মরদেহ নেয়ার পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার খবর আগেই জানানো হয়েছিল। তার আগেই মানুষ ফুল হাতে এসে দাঁড়িয়ে ছিলেন। মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে উপস্থিত জনতা একে একে ঘিরে ধরে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

আহমদ রফিকের নামে গড়া ‘আহমদ রফিক ফাউন্ডেশন’ জানিয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে। কফিন শোকযাত্রার মাধ্যমে নেয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন।

আরও পড়ুন<<>>আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ইন্তেকাল করেন আহমদ রফিক। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন আহমদ রফিক। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এ ভাষাসংগ্রামী ২০০৬ সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। 

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এ লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয় ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা