
ছবি সংগৃহীত
পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য 'অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি' পদে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম।
মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন ট্রাম্প। এখন তা সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট অনুমোদন দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন<<>>মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশি আটক
ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাদার কূটনীতিক। বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি। এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।
ক্রিস্টেনসেন ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতির প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ প্রদান করেছেন তিনি।
গত বছর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।