
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে অবমুক্ত করা স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খান। ছবি: পিআইডি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (০৫ গস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। উল্লসিত জনতা তার সরকারি বাসভবন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপর পতাকা নিয়ে জনতার উল্লাসের ছবি এসেছে উদ্বোধনী খাম আর দুটি স্মারক ডাকটিকেটে।
আরও পড়ুন<<>> জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না: প্রধান উপদেষ্টা
একটি ডাকটিকেটে গণভবনের ছাদে পোলের ওপর উঠে পতাকা ওড়ানোর দৃশ্য এবং আরেকটিতে মুক্তির সূর্যের প্রচ্ছদপটে জুলাইযোদ্ধা একটি মেয়ে এবং একটি ছেলের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিটি ডাকটিকেটের দাম ১০ টাকা করে। আর উদ্বোধনী খামসহ দাম ৫০ টাকা। অভ্যুত্থানের বর্ষপূর্তির স্মরণে মঙ্গলবার বাংলাদেশ উদযাপন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।
ডাকটিকেট অবমুক্ত করার অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।