Apan Desh | আপন দেশ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৫, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:১৪, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা

ছবি: আপন দেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও শোকসভা হয়েছে। এ শোকসভার আয়োজন করেছে সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘সুরভি’।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘সুরভি’র নিজস্ব ক্যাম্পাসে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ‘সুরভি’র সুবিধাবঞ্চিত অসহায় শিশু-কিশোররা। তারা বিমানে প্রাণ হারানো কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করে। আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করে।

তারা মহান আল্লাহ তায়ালা যেন নিহত শিশুদের জান্নাত দান করেন ও আহতদের সুস্থতা ও শান্তি দান করেন। একই সঙ্গে নিহতদের পরিবার ও স্বজনদের জন্যও দোয়া করে— মহান আল্লাহ যেন এ শোক সইবার শক্তি ও ধৈর্য্য দান করেন।

আরওপড়ুন<<>>মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সুরভি’র পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও। সকলে মিলে এক আবেগঘন পরিবেশে নিহতদের স্মরণ করেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু’র ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লাখ শিশু-কিশোরদের। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় ‘সুরভি’র প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

এছাড়া ‘সুরভি’ একটি বিশ্বাস ও এ আত্মবিশ্বাস নিয়েই শিশু-কিশোরদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জীবনে উৎসাহিত করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়